
পৌর নির্বাহী কর্মকর্তা
(অফিস): +8802333343927
parveenakther282@gmail.com
স্মার্ট বাংলাদেশ,স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে, বর্তমানে আমি পৌর নির্বাহী কর্মকর্তা পৌরসভার সকল হোল্ডিং নাম্বার ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নাম্বার QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেম করেছি ও ক্যাশলেস ইউনিয়ন ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে অনলাইনের ই-সেবা চালু করেছি । ফলে খাগড়াছড়ির পৌরসভার সকল জনগণসহ সারা দেশের মানুষ অত্র ইউনিয়নের তথ্য আদান প্রদানসহ - খাগড়াছড়ি পৌরসভার সকল নাগরিক সেবার আবেদন ও বিকাশের মাধ্যমে পেমেন্ট www.khagracharipourashava.org ওয়েবসাইটের মাধ্যমে সকল সুবিধা গ্রহন করতে পারবে।